শংকর
( জন্ম বনগাঁয়। পাঁচ বছর বয়সে বনগাঁ ত্যাগ।)
শংকর একজন ভারতীয় বাঙালি লেখক । তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় । বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তাঁর সীমাবদ্ধ এবং জন অরণ্য কাহিনী অবলম্বনে ছবি বানিয়েছেন । তাঁর চৌরঙ্গী উপন্যাসটিও সিনেমা হয়েছে । মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার।সেই প্রসঙ্গে শংকর বললেন, ‘সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।’
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চলে যান কলকাতার ওপারে হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, পড়াশোনা ও সাহিত্য সাধনার শুরু। জীবনের শুরুতে কখনো ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি করেছেন। এক ইংরেজের অনুপ্রেরণায় শুরু করেন লেখালেখি।
‘বোধোদয়’ উপন্যাস প্রকাশের পর শংকর-কে উৎসাহ-বাণী পাঠান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়: ‘ব্রাইট বোল্ড বেপরোয়া’। ভাবনা বা প্রকাশভঙ্গিতে এ-উপন্যাস নিজের অন্য লেখালেখি থেকে অনেকটাই অন্য রকম হওয়ায় তখন তা পড়তে দিয়েছিলেন মুম্বইবাসী শরদিন্দুকে, পড়ে তিনি বলেছিলেন ‘তোমার এই লেখায় জননীজন্মভূমিকেই আমি সারাক্ষণ উপলব্ধি করলাম।’ পাঠকমহলের ‘নিন্দা ও প্রশংসার ডালি নিয়ে আমি নিজেও একসময় বোধোদয়-কে ভালবাসতে শুরু করেছি’, জানালেন মণিশংকর মুখোপাধ্যায়। সত্তর দশকের অশান্ত কলকাতা নিয়ে তাঁর ‘স্থানীয় সংবাদ’ উপন্যাসটি এবং ‘সুবর্ণ সুযোগ’— এই তিনটি উপন্যাস মিলিয়ে আগে প্রকাশিত হয়েছিল যে উপন্যাস-সংগ্রহ জন্মভূমি , সম্প্রতি বেরোল তার ১০২তম সংস্করণ।
গ্রন্থ তালিকা
রসবতী
বঙ্গ বসুন্ধরা
চরণ ছুঁয়ে যাই
শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত
মনজঙ্গল
রূপতাপস
মরুভূমি
আশা-আকাঙ্খা
তীরন্দাজ
পটভূমি
কামনা বাসনা
অনেক দূর
সুখ সাগর
সীমন্ত সংবাদ
চৌরঙ্গী
একদিন হঠাৎ
মুক্তির স্বাদ
কাজ
নবীনা
এবিসিডি
যেখানে যেমন
বাংলার মেয়ে
এক ব্যাগ শংকর
ঘরের মধ্যে ঘর
সোনার সংসার
মাথার উপর ছাদ
মানবসাগর তীরে
সুবর্ণ সুযোগ
সীমাবদ্ধ
স্থানীয় সংবাদ
এপার বাংলা ওপার বাংলা
নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি
বোধোদয়
এক দুই তিন
সার্থক জনম
মানচিত্র
যোগ বিয়োগ গুন ভাগ
পাত্র-পাত্রী
পদ্মপাতায় জল
যা বলো তাই বলো
কত অজানারে
বিত্তবাসনা
সম্রাট ও সুন্দরী
মান সম্মান
হনিমুন
নগরনন্দিনী
জন অরণ্য
এক যে ছিল দেশ
লক্ষ্মীর সন্ধানে
সপ্তসাগর পারে
অবসরিকা
স্বর্গ মর্ত পাতাল
তনয়া
চিরকালের উপকথা
সহসা
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.