Wednesday 25 November 2015

সমরেশ মুখোপাধ্যায়:  





সমরেশ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৭০ সালের ৮ ডিসেম্বর অসমের চিরাঙ জেলার অন্তর্গত সরভোগ শহরে। 
পিতা: প্রবোধকুমার মুখোপাধ্যায়। পিতা ভারতীয় রেলের কর্মী ছিলেন।
মাতা: অনিমা মুখোপাধ্যায়। 

শিক্ষা: ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 
পেশা: শিক্ষকতা, শ্রীপল্লী প্রিয়নাথ হাইস্কুল। 

প্রথম লেখা প্রকাশিত হয় শুকতারা পত্রিকায় নবম শ্রেণিতে পড়ার সময়। প্রথম কবিতা প্রকাশিত হয় একাদশ শ্রেণিতে পড়ার সময় একই সঙ্গে দুটি লিটিল ম্যাগাজিন অহংকারতথাগত -এ। দেশ পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৩ সালে। দেশ ছাড়াও  নিয়মিত লিখেছেন প্রতিক্ষণ, বিজল্প, কৃত্তিবাস, কবিসম্মেলন, রক্তমাংস, আজকাল, প্রতিদিন, একদিন নবপত্রিকা, কবিকৃতি, দ্বৈপায়ন-সহ ছোট-বড় নানান  পত্রপত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ শামুকজন্ম প্রকাশিত হয় ২০০০ সালে বিজল্প থেকে। তেরো বছর পর 
( ২০১৪) আদম থেকে  প্রকাশিত হল তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ  'বিষণ্ণ দাবার কোর্ট'। এর পরের বছর ( ২০১৫) আদম থেকে প্রকাশিত হয় আরেকটি কাব্যগ্রন্থ  'তোমার ইঙ্গিত বুঝি' 

 






















প্রিয় কবি: রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, জয় গোস্বামী, শ্যামলকান্তি দাশ, মৃদুল দাশগুপ্ত, ভাস্কর চক্রবর্তী, মণীন্দ্র গুপ্ত, দেবারতি মিত্র প্রমুখ। 
প্রিয় কথাসাহিত্যিক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মাণিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিয়ভূষণ মজুমদার, সমরেশ বসু,শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার,   
বিশেষ সখ: গানশোনা। 
সম্পাদকঃ মৌরীফুল। মৌরীফুল ২০০০ সালে  পলাশ হালদারের সঙ্গে  যৌথ সম্পাদনায় প্রকাশিত, এখন তিনিই পত্রিকাটি সম্পাদনা করেন। সাধারণত কবিতা-কেন্দ্রিক এই পত্রিকাটি বাংলা লিটিল ম্যাগাজিনের জগতে একটি স্বতন্ত্র স্থান করে নিয়েছে। 

পুরস্কার/ সম্মাননা:  শারদ সম্মান(বনগাঁ থানা)-২০১২; বনলতা সম্মাননা-২০১৫। 

ঠিকানা: শ্রীপল্লী-বারাকপুর, গোপালনগর, বনগাঁ ( কিংবদন্তী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ির খুব কাছে)। 
দশক: নব্বই। 
কথাঃ +৯১ ৯৭৭৫৯৫৬৪২০
ইমেল: samaresh0069@gmail.com 

 








0 comments:

Post a Comment