অলক বিশ্বাস ( তালতলা, বনগাঁ)

অলক বিশ্বাস-জন্ম ১৯৬৪ সালের ৮ই সেপ্টেম্বর।
প্রথম আলো প্রকাশনী থেকে বের হয় ১৬টি কবিতা নিয়ে
এক ফর্মার কবিতার বই ‘বাতাবিলেবুর ফুল’ ।বইটি
প্রকাশ করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় । বইমেলাতেই
সব বই বিক্রি হয়ে গিয়েছিলো । পরে বইটি একুশ শতক
থেকে ২০০৮ সালে ৪৮ পাতার বোর্ড বাঁধাই হয়ে প্রকাশিত
হয়। যদিও তার
আগে ২০০৭ সালে একুশ শতক থেকেই প্রকাশিত হয় ‘জলবিছানা’ । ৬ মাসের মধ্যেই সব কপি বিক্রি হয়ে যায়। তখন থেকেই পাঠকমহলে পরিচিতি বাড়তে থাকে।তারপর
একে একে ‘মাঠবিকেলের আলো’ 'ঈশ্বরবাড়ি' ও
‘মন খারাপের গল্প’ প্রকাশিত হয়েছে।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.