Friday 27 November 2015


তীর্থঙ্কর মৈত্র ( ঠাকুরনগর, গাইঘাটা, বনগাঁ)





কবি তীর্থঙ্কর মৈত্রের জন্ম ২ জুন,১৯৫৯ তৎকালীন পূর্বপাকিস্তানের খুলনা জেলায় বাগেরহাটের কাশিমপুর গ্রামে।বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের শিমুলপুর  গ্রামের বাসিন্দা।পড়াশুনা করেছেন ঠাকুরনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ও
গোবরডাঙ্গা হিন্দু কলেজে ।কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক তিনি ।
কর্মজীবনে তিনি সংবাদপত্রে সাংবাদিকতা ও কিছুকাল অঙ্কনশিক্ষক হিসাবে জীবিকা  নির্বাহ ।কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে মূলত কবিতাকেই আঁকড়ে ধরেছেন ।আর তার  জন্য তাকে ভয়ঙ্কর জীবনযাপনের সম্মুখীন হতে হয়েছে।তীর্থঙ্কর সম্পূর্ণ এক গ্রামীন পরিবেশের মানুষ ।অধিকাংশ সময় গ্রামে কাটলেও তাকে কিছু সময় শহরে কাটাতে হয়েছে ।কবির বিভিন্ন সময়ে সম্পাদিত পত্রিকা 'বিনয়ের পরিমন্ডলে 'অনুরাধা' কবিতা পাক্ষিক সম্মান পান ১৪০৬-এ ।এখনও পর্যন্ত তীর্থঙ্করের প্রকাশিত কাব্যগ্রন্থ ছটি-'হে মেঘের ভাস্কর্য ;(১৯৮৭),'সমুদ্রের বিস্তারের মতো তুমি'(১৯৯৪),'রানু এক জ্বর'(১৯৯৭),বৃষ্টির ভালো হোক(১৯৯৯),বসন্তের গীটার (২০০১),শালিকের ঠোঁটে খড়(২০০৯)।

দশকঃ আশি। 

0 comments:

Post a Comment