বিভাস রায়চৌধুরীঃ( চাঁপাবেড়িয়া, বনগাঁ)
জন্ম ১৯৬৮ সালে সীমান্ত শহর বনগাঁয়। তিনি নব্বই দশকের এক স্বতন্ত্র কবি । বাংলা ভাষা যতদূর ততদূরই তার বিস্তার। ভালোবাসা ও জীবনের ডামাডোলের সুতীব্র ঝাল মেশানো তার কবিতার ছত্রে ছত্রে। হারানো জীবনের উপর অলৌকিক টর্চ নিয়ে অতল গভীরে নেমে পড়ে তার কবিতা। পুরস্কার পেয়েছেন অনেক, তবু আগের মতোই মাটিতে পা রেখে হেঁটে যান নতুন গ্রামের কাঁচামাটিতে , সেখানেই যে পেয়েছেন কবিতার মতো কত কি! এই বিশিষ্ট কবির হাতে 'অচেনা যাত্রী ও দ্বৈপায়ন সাহিত্য সম্মাননা- ১৪২২' তুলে দিয়ে আমরাই সম্মানিত হতে চলেছি ।
কাব্যগ্রন্থঃ
নষ্ট প্রজন্মের ভাসান, উদ্বাস্তু শিবিরের পাখি, শিমুলভাষা পলাশভাষা, জীবনানন্দের মেয়ে, যখন ব্রিজ পেরোচ্ছে বনগাঁ লোকাল, চন্ডালিকাগাছ ,পরজন্মের জন্য স্বীকারোক্তি, সমস্ত দুঃখীকে আজ, শ্রেষ্ঠ কবিতা।
উপন্যাসঃ
কলাপাতার বাঁশি,অশ্রুডানা, বাইশে শ্রাবণ।
পুরস্কারঃ কৃত্তিবাস পুরস্কার ( নবপর্যায়)-১৯৯৭ , বাংলা আকাদেমি পুরস্কার-২০১৪।
দশকঃ নব্বই।
পুরস্কারঃ কৃত্তিবাস পুরস্কার ( নবপর্যায়)-১৯৯৭ , বাংলা আকাদেমি পুরস্কার-২০১৪।
দশকঃ নব্বই।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.