Friday 27 November 2015

সুরঞ্জন প্রামাণিক/ ডানদিক থেকে প্রথম ( মণ্ডলপাড়াগাইঘাটা থানাবনগাঁ মহাকুমা) 





জন্ম ৭ অগ্রহায়ন ১৩৬২ ( ১৯৫৫)। সরকারি চাকরি করেন। মূলত গদ্যকার, লিটল ম্যাগাজিনের বিশিষ্ট লেখক ও বামপন্থী দর্শনের মানুষ। মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন বহুদিন। তাঁর ছোটোগল্প, উপন্যাস ও প্রবন্ধাবলি বাংলা সাহিত্যে আলাদা জায়গা করে নিয়েছে। কবি জীবনানন্দ দাশের জীবনালেখ্য 'সোনালি ডানার চিল'  বাংলা উপন্যাসের ক্ষেত্রে একটি মাইলস্টোন।
গল্পগ্রন্থঃ নীলরতন, জ্যোৎস্নায় হাঁটাব ও আরো কিছু গল্প, কাফেস, মুদ্রারাক্ষস, অদৃশ্য সম্পর্কগুলি।
উপন্যাসঃ উত্তর হাওয়ার গান, ঈশ্বরের বিরুদ্ধে আবহমান, সোনালি ডানার চিল।
প্রবন্ধগ্রন্থঃ রাষ্ট্রের দৃষ্টি কবির দর্শন, মানবিক সমাজের দিকে। 

পুরস্কারঃ সমর মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার, বাংলা আকাদেমি পুরস্কার-২০১৪।
         শারদ সম্মান (বনগাঁ থানা)-২০১২। 
দশকঃআশি। 

0 comments:

Post a Comment